প্রকাশিত: Sat, Apr 8, 2023 4:15 AM
আপডেট: Tue, Jan 27, 2026 1:15 AM

শুরু হলো ট্রেনের আগাম টিকিট বিক্রি যাত্রার দিন মিলবে স্ট্যান্ডিং টিকিট

মাজহারুল ইসলাম/ আশিয়ানা খান: গতকাল শুক্রবার ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে এবারে অন্যান্য বারের চেয়ে এই বিক্রি কার্যক্রমে ভিন্ন আয়োজন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। শুধু অনলাইনেই মিলছে বিক্রিযোগ্য টিকিট। ঈদ এলেই যেখানে প্রতিবছর আগাম অগ্রিম টিকিট পেতে কমলাপুর স্টেশনে দেখা যায় দীর্ঘ লাইনের সারি সেখানে এবার দেখা গেছে সুনশান নীরবতা। 

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে শোভন শ্রেণির (নন এসি) মোট আসনের ২৫ শতাংশ আসনবিহীন (স্ট্যান্ডিং)টিকিট যাত্রার দিন কাউন্টার থেকে বিক্রি করা হবে। যথাযথ প্রক্রিয়ায় নিবন্ধিত ব্যক্তিরাই এবার কিনতে পারবেন টিকিট।

এই বিষয়ে  রেলপথ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার শরিফুল আলম জানান, ঈদযাত্রায় রেলওয়ের অগ্রিম ১৭ এপ্রিলের টিকিট দিয়ে শুরু হয়েছে কার্যক্রম। অনুরুপভাবে  ৮ এপ্রিল ১৮ এপ্রিলের, ৯ এপ্রিল ১৯ এপ্রিলের, ১০ এপ্রিল ২০ এপ্রিলের এবং ১১ এপ্রিল বিক্রয় হবে ২১ এপ্রিলের টিকেট।

ঈদ উপলক্ষে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে আন্তঃদেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে। আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইন বা মোবাইল অ্যাপের মাধ্যমে কেনা যাবে যা ৩০ এপ্রিল পর্যন্ত বলবত থাকবে। 

কীভাবে যাত্রীরা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন, সে বিষয়ে  বাংলাদেশ রেলওয়ে গত ২৫ মার্চ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে আন্তঃনগর অনলাইনের মাধ্যমে ক্রয়কৃত টিকিট রিফান্ডের (ফেরত) ব্যবস্থাও করা হয়েছে। 

প্রথমবারের মতো এবার ঈদে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি প্রসঙ্গে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ঈদের সময় কমলাপুরের যে পরিবেশ তৈরি হয়, এটা রেলের জন্য খুবই বিব্রতকর। মানুষ দুই দিন কমলাপুরে থেকেও টিকিট পায় না। সব মানুষ টিকিট পাবে না। ঈদের সময় আমাদের সব অর্জন নষ্ট হয়ে যায়। তাই অনলাইনে শতভাগ টিকিট দেওয়া হবে।

ঈদযাত্রা শুরুর দিন ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেনের ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি থাকবে না বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।  সম্পাদনা: বসুনিয়া